সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫ - ২১:৪১

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, 

.......মুস্তাক আহমদ 

(এক)-------------
ইরান সফরে রাশিয়া থেকে 
রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন,
আলী খামেনীর করিলেন সাক্ষাৎ
হয়নি বেশিদিন ৷ 

(দুই)---------------
ভাব বিনিময় হলো আর
হলো সৌজন্য সাক্ষাৎকার,
কহিলেন পুতিন প্রসংশার বাক্যে
অসাধারণ ও চমৎকার ৷

(তিন)--------------
বাইবেলের মসীহ'র বর্ণনা পড়ে
কল্পনায় অঙ্কিত যার,
ইরানে এসে করিলেন তুলনা
মসীহ'র সঙ্গে রাহাবার ৷ 

(চার)---------------
ভ্লাদিমির পুতিন ইরানে এসে
যা বলিলেন প্রসংশায়
এমন বাণী রইলো লেখা
আমার কাব্য-ভাষায় ৷

(পাঁচ)---------------
পুতিন এখন করছেন ব্যায় 
সময়, অর্থ .....আর,
চায়ছেন তিনি নিপাত যাক
ইজরাঈল ও আমেরিকার৷

(ছয়)---------------
আমেরিকার পতন হলে 
ঈজরাঈলও হবে শেষ,
এরই ফাঁকে ফিরবে বিশ্বে
মানবিকতার পরিবেশ ৷ 

(সাত)---------------
শত্রুর শত্রু'কে বন্ধু করো
এ মওলা আলীর বাণী
এমন ভাবেই সেমিকরণে
আসবে আল্লাহর মেহেরবাণী৷

আপনার কমেন্ট

You are replying to: .
captcha